দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
প্রাপ্তবয়স্কদের অধিকাংশের করোনা টিকা হলেও ভারতে শিশুদের পর্যন্ত করোনা টিকাদান হয়নি। ফলে তাদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বেশি। করোনার তৃতীয় ঢেউয়ে প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুরা কম সংক্রমিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত কর্ণাটকের করোনা ওয়ার রুমের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। ছোটো শিশুদের এখনও পর্যন্ত করোনা টিকা হয়নি। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি সংক্রমিত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের বিপদ কম বলে দাবি জানাচ্ছেন কর্ণাটকের করোনা ওয়ার রুমের প্রধান মুনীশ মউডগিল। তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে অনেক বেশি ছড়িয়ে পড়ছে। দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে ০ থেকে ১৮ বছর বয়সি শিশুদের মধ্যে সংক্রমণের হার কম। বরং শিশুদের মধ্যে সংক্রমণ কমেছে।’
গত দু-বছরের শিশুদের করোনা সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী , ২০২১-র এপ্রিলে শিশুদের মধ্যে পজিটিভিটি রেট ৮.৮২ শতাংশ, ২০২১-র মে ২৪.৬১ শতাংশ, ২০২১-র নভেম্বরে ০.২৩ শতাংশ, ২০২১-র ডিসেম্বরে ০.২২ শতাংশ এবং ২০২২-এর জানুয়ারিতে ২.৭১ শতাংশ। অথচ প্রাপ্তবয়স্কদের মধ্যে পজিটিভিটি রেট যথাক্রমে ১৫.৫৩ শতাংশ, ২৬.৬৮ শতাংশ, ০.৩৯ শতাংশ, ০.৫১ শতাংশ এবং ৭.৭৫ শতাংশ।
দেশে করোনার প্রথম দুটি ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউ বেশি সংক্রামক হলেও ভয়াবহতা অনেকটাই কম বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কম। সমীক্ষাতেও দেখা যাচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে সংক্রমণের হার প্রায় তিনগুণ বেশি। করোনার এই ঢেউ দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে হাসপাতালে ভর্তির প্রয়োজন, এমন রোগীর সংখ্যা প্রায় পাঁচ গুণ কম ছিল।