দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশের ৯২ শতাংশই টিকা পেয়েছে। বছরের শুরু থেকে আবার ১৫-১৮ বছর বয়সিদের টিকাদান শুরু হয়েছে। পাশাপাশি ফ্রন্টলাইন যোদ্ধা ও কো-মর্বিডিটি রয়েছে ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে প্রিকশন ডোজ। গত ২৪ ঘণ্টায় ফের কমল দেশের করোনা সংক্রমণ। স্বস্তি দিয়ে নিম্নমুখী পজিটিভিটি রেটও।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। বর্তমানে চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন ওমিক্রন। ভারতে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৮৯১। গতকালের তুলনায় বৃদ্ধির হার ৮.৩১ শতাংশ বেশি।
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩১০ জন। পজিটিভ রোগীর হার কমে হল ১৪.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী ১ লক্ষ ৫৭ হাজার ৪২১ জন।