দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশের রাজনীতিতে প্রচলিত রয়েছে ‘দিল্লির রাস্তা নাকি উত্তরপ্রদেশ হয়ে যায়’। দেশের রাজধানীতে কোন দল ক্ষমতায় থাকবে , তা নাকি উত্তরপ্রদেশের উপর নির্ভর করে ? তাই ২০২৪-এর লোকসভা ভোটের আগে সকলের চোখ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে।
সেখানকার মানুষের মন বোঝার চেষ্টা করল জি মিডিয়া। ‘জনতা কা মুড’ ওপিনিয়ন পোলের মাধ্যমে মানুষের মন বোঝার চেষ্টা করল Zee News-Design Boxed। ১১ লক্ষ মানুষের উপর গত ১০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। যার ফলাফল সামনে।
২০১৭-র বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপি ও জোটসঙ্গীরা পেয়েছিল ৩১২টি আসন। সমাজবাদী পার্টি ৪৭, কংগ্রেস ৭ এবং বিএসপি ১৯ টি আসন পেয়েছিল। একক বৃহত্তর রাজনৈতিক দল হয় বিজেপি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন যোগী আদিত্যনাথ।
Zee News-Design Boxed-এর ওপিনিয়ন পোল ‘জনতা কা মুড’ কী বলছে ?
২০২২-এ উত্তরপ্রদেশে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে ? সমীক্ষা বলছে —-
BJP+: ৪১%
SP+: ৩৪%
BSP: ১০%
CONG: ০৬%
OTH: ০৩%
২০২২-এ উত্তরপ্রদেশে কোন দল কত আসন পেতে পারে ?
BJP+: ২৪৫-২৬৭
SP+: ১২৫-১৪৮
BSP: ৫-৯
CONG: ৩-৭
OTH: ২-৬
২০১৭-র তুলনায় উত্তরপ্রদেশে বিজেপির আসন কমতে পারে ৪৫-৬৭টি। উল্টে সমাজবাদী পার্টি আসন বাড়তে পারে ৭৮-১০১টি। বিএসপির ৪টি, কংগ্রেসের ১০-১৪টি এবং অন্য়ান্যদের ১২-১৬টি করে আসন কমতে পারে।
মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেশি পছন্দ?
যোগী আদিত্যনাথ ৪৭%
অখিলেশ যাদব ৩৫%
মায়াবতী ০৯%
প্রিয়াঙ্কা গান্ধী ০৪%
ওপিনিয়ন পোল বলছে আসন কমলেও উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। আসন বাড়িয়ে জোরদার বিরোধী হিসেবে বিধানসভায় প্রবেশ করতে পারে সমাজবাদী পার্টি।