দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অবশেষে কিছুটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার মানুষ যা গতকালের তুলনায় ২.৭ শতাংশ কম। দেশের সংক্রমণের হারও কিছুটা কমে ১৭.২২ শতাংশে পৌঁছেছে। দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০ জন।
দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু সংখ্যাই। একদিনেই সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫। যা বিগত ২৩৭ দিনে সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যা।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৬ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৩১ শতাংশ। কিছুটা কমেছে সংক্রমণের হারও।