দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
যারা করোনার ভ্যাকসিনের একটি ডোজও নেননি বা একটিমাত্র ডোজ নিয়েছেন, কোভিডের তৃতীয় ঢেউয়ে মৃতদের অধিকাংশ এরা। এই মৃতদের ৬০ শতাংশের ক্ষেত্রেই উঠে এসেছে এমন তথ্য। রাজধানী দিল্লির বেসরকারি হাসপাতালের গবেষণায় এমন তথ্যই সামনে এসেছে।
ম্যাক্স হেল্থ কেয়ারের বিশেষজ্ঞদের আরও দাবি, অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছে ৭০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের। কিডনি, হৃদরোগ, ডায়বেটিস, ক্যানসারের মতো কঠিন কো-মর্বিডিটি রয়েছে। দিল্লির এই কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, সবরকম চেষ্টার পরেও ৮২ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬০ শতাংশের হয় একটি টিকা নেওয়া ছিল বা তাঁরা একটি টিকাও নেননি।”
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন-র বক্তব্য, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা কোমর্বিডিটি রয়েছে। তারা আরও জানিয়েছে, কোভিডের প্রথম ঢেউয়ে ৬৩ শতাংশ রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়েছিল, দ্বিতীয় ঢেউয়ে ৭৪ শতাংশ রোগীর তা লেগেছিল। আর তৃতীয় ঢেউয়ে মাত্র ২৩.৪ শতাংশ রোগীর অক্সিজেনের প্রয়োজন পড়ছে।
গবেষক চিকিৎসকদের আরও দাবি, দ্বিতীয় ঢেউয়ে যখন দিল্লির ২৮ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছিল, তখন শহরের হাসপাতালগুলির আইসিইউ বেডে জায়গা ছিল না। গত সপ্তাহে তার চেয়ে অনেক বেশি আক্রান্ত হওয়া সত্বেও আইসিইউ বেড নিয়ে হাহাকার পড়েনি রাজধানীতে।