দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বর্তমানে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে ওমিক্রনের (Omicron)। ভাইরাসের দাপট বেশি বড় শহর গুলিতে। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রকাশিত বুলেটিনে জানানো হল এমনই তথ্য। এই বিশেষজ্ঞ কমিটি দেশে করোনো ভাইরাসের গতিপ্রকৃতির উপর নজর রাখে। কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে এবং তা রোখার জন্য উপযুক্ত ব্যবস্থা কী হতে পারে ইত্যাদি বিষয়ে মন্ত্রককে পরামর্শ দিয়ে থাকে। সেই কমিটি জানিয়েছে, ভারতে ওমিক্রনের একটি উপ-ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে।
গত ১০ জানুয়ারির বুলেটিনে কমিটি জানিয়ে ছিল, যদিও ওমিক্রনে সংক্রমিতদের অধিকাংশ উপসর্গহীন আর হাসপাতালে ভরতির সংখ্যা দিনে দিনে বাড়ছে। আইসিইউ বেডের চাহিদাও বাড়ছে। ফলে তৃতীয় ঢেউয়ে কোভিড নিয়ে আশঙ্কা দূর হয়েছে, বলা যাচ্ছে না এখনই। বলা হয়েছে, বর্তমানে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। ভাইরাস তার দাপট দেখাচ্ছে প্রধানত বড় শহর গুলিতে। হুড়মুড় করে বাড়ছে করোনায় সংক্রমিতের সংখ্যা। তবে ওমিক্রনের অতি সংক্রমক উপ-ভ্যারিয়েন্ট খুব সামান্য মাত্রাতে ভারতে সক্রিয়।
স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে , বিদেশ থেকে আসা যাত্রীদের থেকে ওমিক্রনে সংক্রমিত হওয়ার প্রসঙ্গটি থাকছে না, যেহেতু তা গোষ্ঠী সংক্রমণের চেহারা নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। তারা আরও জানিয়েছে, মাস্ক পরা, ভিড় এড়ানো, স্যানিটাইজারের ব্যবহারের মতো করোনার বিধি নিষেধগু লি ও ভ্যাকসিনেশনই বর্তমান পরিস্থিতি ঢাল হতে পারে কোভিডের সঙ্গে যুদ্ধে।