দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অবশেষ প্রতীক্ষার অবসান। ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষচন্দ্র বসুর উজ্জ্বল উপস্থিতি। ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের তরফে শ্রদ্ধার্ঘ্য। নয়াদিল্লির ইন্ডিয়া গেটে দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জায়গায় বসবে নেতাজির বিশাল গ্রানাইটের মূর্তি।
সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত থাকবে এই প্রতীকী হলোগ্রাম স্ট্যাচু। এই দিন মূর্তি উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এই মূর্তি স্বাধীনতার নায়কের প্রতি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি। এই মূর্তি দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।’ দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রী টুইট করে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তি বসানোর কথা ঘোষণা করেন।