দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পঞ্জাবে ৬৫ টি আসনে লড়ব বিজেপি। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।৩৭ টি আসনে লড়বে জোট সঙ্গী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সদ্য গঠিত দল পঞ্জাব লোক কংগ্রেস। শিরোমণি অকালি দল (সংযুক্ত) লড়বে ১৫ টি আসনে। জানা গিয়েছিল ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দল পঞ্জাব লোক কংগ্রেস এবং শিরোমণি অকালি দল (সংযুক্ত) একজোটে পঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোট শীলমোহর পড়ল। রাজধানীতে আসন বণ্টন চূড়ান্ত হল এনডিএ এর।
সাংবাদিক বৈঠকে আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষণা করেন পঞ্জাব বিধানসভার ১১৭ টি আসনের মধ্যে ৬৫ টি আসনে লড়বে বিজেপি। পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘন নিয়ে তোপ দাগেন জে পি নাড্ডা। তিনি বলেছেন, “পঞ্জাবের উপর আরও বেশি করে মনযোগ দিতে হবে। “। পঞ্জাবে এনডিএ এর আসন বণ্টনের ঘোষণার সময় জে পি নাড্ডা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৮৪ সালের দাঙ্গার তদন্তের জন্য SITগঠন করেছেন এবং অভিযুক্তরা জেলে। আমরা পঞ্জাবে ‘মাফিয়া রাজ’-র বিলুপ্তি ঘটাব।”