দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
স্বস্তি জাগিয়ে একধাক্কায় অনেকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। গত কয়েকদিন ধরে নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। অবশেষে সংক্রমণ ৩ লাখের নীচে নামায় খানিক হলেও ফিরেছে স্বস্তি। মঙ্গলবারে একধাক্কায় দেশে দৈনিক সংক্রমণ কমেছে ৫০ হাজার ১৯০ কেস। তবে উদ্বেগের কাঁটা দৈনিক মৃত্যুতে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ জন। এক ধাক্কায় বেড়েছে মৃত্যুও। এদিন তা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪-এ। এই সময়ে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৭৫৩ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩৬ হাজার ৮৪২। কমেছে সংক্রমণ হারও। এই মুহূর্তে দেশের কোভিড পজিটিভিটি হার ১৫.৫২ শতাংশ।