দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা সংক্রমণ। দৈনিক কোভিড গ্রাফ একধাক্কায় বাড়ল ১১.৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯১৪ জন। এই মুহূর্তে দেশের পজিটিভিটি রেট ১৬.১ শতাংশ। মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৭৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২২ লাখ ২৩ হাজার ১৮।
সংক্রমণ রুখতে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ইত্যাদি বিষয় গুলি মেনে চলতে হবে। ওমিক্রনের পরেও করোনার আরও স্ট্রেন থাবা বসাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সেই স্ট্রেন কতটা ভয়াবহ হবে, তা এখনই বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন তাঁরা