দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আবারও বাড়ল দেশের কোভিড সংক্রমণ। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। সূত্রে খবর, বিগত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮৬ হাজার ৩৮৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কোভিড মৃত্যুর সংখ্যা ৫৭৩। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। ২২ লাখ দু’ হাজার ৪৭২ জন। দৈনিক পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। টিকাকরণ সম্পন্ন হয়েছে ১৬৩ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২০৭ জনের।
এই মুহূর্তে করোনা সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক বলে জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ইত্যাদি বিষয়গুলি মেনে চলতে হবে বলেই জানিয়েছে।