দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দক্ষিণ চিন সাগরে ‘দাদাগিরি’ দেখাতে গিয়ে বেকায়দায় চিন। লাল দৈত্য চীনকে রুখতে এবার ভারতের দ্বারস্থ ফিলিপাইন্স। বিশ্বের দ্রুততম সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ব্রহ্মোস কিনতে নয়াদিল্লির সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হল। ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার তথা ২ হাজার ৭৭০ কোটি টাকার এই চুক্তি নিঃসন্দেহে চিনকে অস্বস্তিতে রাখবে বলেই মত ওয়াকিবহাল মহলের। আর অস্ত্র রপ্তানিতে ভারতের নব দিগন্ত।
শব্দের গতিবেগের চেয়েও তিন গুণ দ্রুত ব্রহ্মোসের গতিবেগ ৪ হাজার ৩২১ কিমি প্রতি ঘণ্টায় ক্ষিপ্র গতিতে শত্রুর উপরে হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের প্রতি ফিলিপাইন্সের যে প্রবল আস্থা রয়েছে, তা এই চুক্তি থেকে পরিষ্কার। ফিলিপাইন্সের জাতীয় সুরক্ষা বিভাগের তরফে আগেই ‘ব্রহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড’-কে ‘নোটিশ অফ অ্যাওয়ার্ড’ পাঠানো হয়েছিল। স্বাক্ষরিত হল চূড়ান্ত চুক্তি।
ফিলিপাইন্সের পদক্ষেপকে দক্ষিণ এশীয় কূটনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের তৈরি করা মিসাইল কেনার ব্যাপারে তাদের এই পদক্ষেপ নিশ্চিত ভাবে চিনকে বার্তা দিচ্ছে, দক্ষিণ চিন সাগরে আগ্রাসী মনোভাবের পালটা দিতে তৈরি বাকি দেশ গুলিও।ফিলিপাইন্সের পথে হেঁটে ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামও এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে ভারতের থেকে। সম্ভাবনা ক্রমেই জোরাল হচ্ছে। ফলে চিনের উপরে চাপ বাড়ছে তা নিশ্চিত।