দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওমিক্রন আতঙ্কের মধ্যেই কিছুটা স্বস্তি! দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ গ্রাফ। করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৩২ জন। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৮৭১ জনের। আশার কথা, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৯৩৯ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ০৪ হাজার ৩৩৩ জন। পজিটিভিটির হার ১৩.৩৯ শতাংশ।
পাঁচ রাজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে তা হল কেরালা, কর্নাটক, তামিলনাডু, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যগুলিতে করোনায় আক্রান্ত হয়েছেন কেরালা ৫৪ হাজার ৫৩৭ জন, কর্নাটকে ৩১ হাজার ১৯৮ জন, তামিলনাডুতে ২৬ হাজার ৫৩৩ জন, মহারাষ্ট্রে ২৪ হাজার ৯৪৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ১২ হাজার ৫৬১ জন।