দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৯১৮ জন। মৃত্যুর সংখ্যা ৯৫৯। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৬২৮ জন। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ১৬৮। দৈনিক পজিটিভিটির হার ১৫.৭৭ শতাংশ। দেশে এখনও অবধি ১৬৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ২২৭ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে।