দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শুরু হয়ে গিয়েছে সংসদের বাজেট অধিবেশন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেশ করা হয় আর্থিক সমীক্ষা। জানা যাচ্ছে, আগামী বছরের জন্য কেন্দ্রের তরফ থেকে আর্থিক বৃদ্ধির পরিমাণ 8-8.5% ধরা হচ্ছে। করোনা পরবর্তীকালে ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সরকারের তরফে সীলমোহর দেওয়া হচ্ছে।
বিষয়টা নিয়ে বেশ অনেকদিন ধরে কথাবার্তা চলছিল। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে আলোচনা চালাচ্ছিল। কোভিড অতিমারির সময়ে ভারতের অর্থনীতি যেভাবে বিপুল ধাক্কা খেয়েছিল, চলতি বছরে বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন অনেকে। বাজেট সেশনের আগে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছিল। বিশ্বব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী দেশের অর্থনৈতিক বৃদ্ধি প্রায় 8.3%-র কাছাকাছি হওয়ার কথা ছিল। RBI ভবিষ্যতবাণী করেছিল দেশের অর্থনৈতিক বৃদ্ধি প্রায় 9%-র বেশি হওয়ার কথা ছিল।
আজকের পূর্বাভাস তা পূর্ববর্তী বৃদ্ধির পরিমাণের থেকে বেশ কম এমনটা দেখা যাচ্ছে। কিন্তু, কেন কমতে পারে আর্থিক বৃদ্ধি ? গতকাল পর্যন্ত জল্পনা উঠেছিল 9.2% বাড়তে পারে আর্থিক বৃদ্ধি। সেখানে কেন আজকের সর্বোচ্চ হিসাব 8.5% ধরা হচ্ছে ? এই কথা ঠিক যে এবারের অর্থনৈতিক বাজেট অন্যতম চ্যালেঞ্জিং বাজেট হতে চলেছে কেন্দ্রীয় সরকারের কাছে। অর্থনীতিবিদ দাবি করেছন , চলতি বছরে মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে গিয়েছে ফলে অর্থনৈতিক বৃদ্ধির পরিমাণ কমতে পারে।