দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা পরিস্থিতি পার করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রত্যাশা মতো লোকসভায় আর্থিক বৃদ্ধির পথে ফেরার কথা বলেন নির্মলা। ‘আত্মনির্ভর’ ভারতে আগামী ৫ বছরে কর্মসংস্থান হবে বলে জানান তিনি। যা খুবই উল্লেখযোগ্য।
চতুর্থবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা। তিনি বলেন, “আগামী ৫ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে।” আত্মনির্ভর ভারত গড়ে তুলতে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড় ও বিভিন্ন প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা।” তিনি আরও বলেন, “ আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান আনা হচ্ছে। পরিকাঠামো নির্মাণে জোর ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যানে। অতিমারীতে যাঁরা অসুবিধায় পড়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা।
কৃষি-সহ বিভিন্ন ড্রোনের ব্যবহার বাড়িয়ে স্টার্টআপ সংস্থাগুলিকে ‘ড্রোন শক্তি’ প্রকল্পের আওতায় উৎসাহ দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে আরও মজবুত ও কার্যকরী করে তুলতে সরকার নানা পদক্ষেপ করছে বলেও জানান নির্মলা। মহামারী আবহে জরুরি ভিত্তিতে ঋণ দিয়ে প্রায় ১৩০ লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থার পাশে দাঁড়িয়েছে সরকার। উৎসাহ দিতে ২ লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, গতিশক্তি থেকে শুরু করে শিল্পোন্নয়নে জোর দিয়ে কর্মসংস্থা বাড়িয়ে তুলতে চাইছে সরকার। সেই প্রচেষ্টা যে ফলপ্রসূ হতে চলেছে, তার কিছুটা ইঙ্গিত মিলেছে অর্থনৈতিক সমীক্ষায়।