দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশের দৈনিক করোনা সংক্রমণ স্বস্তি দিচ্ছে। নিম্নমুখী কোভিড গ্রাফ ফেরাচ্ছে স্বস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১১৯২ জনের। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরালাতেই কোভিড মৃত্যু হয়েছে ৭২৯ জনের। তবে সংশ্লিষ্ট রাজ্যের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরালায় আদতে করোনা প্রাণ কেড়েছে ৯১ জনের। অডিটের জন্য ৬৩৮ মৃত্যু অতিরিক্ত যুক্ত হয়েছে।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭৬ জন। বর্তমানে ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৪৩ হাজার ৫৯ জন। দেশে কোভিড পজিটিভিটির হার ১১.৬৯ শতাংশ।