দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাজেটের ঘোষণার পর দেশের শিক্ষাব্যবস্থা। সাধারণ বাজেটে শিক্ষা নিয়ে নয়া এক দিশা দেখাল মোদি সরকার। করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার পক্ষেও জোর সওয়াল দেশের সাধারণ বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একদিকে যেমন নয়া ২০০টি টেলিভিশন চ্যানেল আনার ঘোষণা করলেন তেমন জানালেন তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়।
সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। বাজেটকে ‘ছাত্রবন্ধু’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। “করোনা পরিস্থিতিতে পড়াশোনায় বিপুল ক্ষতি হয়েছে।” ধাক্কা সামলাতে প্রধানমন্ত্রী ই-বিদ্যা প্রকল্পে আসছে নতুন টিভি চ্যানেল। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য তৈরি হবে আলাদা-আলাদা টেলিভিশন চ্যানেল। স্থানীয় ভাষায় শিক্ষামূলক তথ্য দেওয়া হবে। ২০০টি টেলিভিশন চ্যানেল আসছে বলে ঘোষণা করেছেন সীতারমণ।
শুধু চ্যানেল নয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়েরও ঘোষণা করেছেন নির্মলা। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনায় অভ্যস্ত হয়ে পড়ছে ছোট ছোট পড়ুয়ারা। এই ধরনের পড়াশোনায় অভ্যস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। তাদের জন্য ডিজিটাল বিশ্ববিদ্যালয় আনার পরিকল্পনা করেছে কেন্দ্র। শিক্ষক-শিক্ষার্থীদেরও ডিজিটাল মাধ্যমে পড়ানোর বিষয় প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে টেলি মেন্টাল মেডিসিন সেন্টার গড়বে কেন্দ্র।
কিন্তু শিক্ষাবিদদের একাংশের অভিযোগ, প্রত্যন্ত প্রান্তে এখনও মোবাইল নেটওয়ার্ক পৌঁছয়নি। স্মার্টফোন তো দূর অস্ত। ফেল ন্যূনতম শিক্ষাগ্রহণ থেকে ব্রাত্য থেকে যাচ্ছে বহু পড়ুয়া। ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে জোর দিলে আদও সকলে তার স্বাদ নিতে পারবে কি না তা ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।