দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাজেটে বিভিন্ন ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, পোস্ট অফিস গুলিকে আনা হচ্ছে কোর ব্যাঙ্কিং-র আওতায়। ফলে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন ব্যবস্থায় পোস্ট অফিসের গ্রাহকেরা ডিজিটাল পরিষেবার সুবিধা পাবে। যে কোনও ব্যাঙ্কে সহজে পোস্ট অফিস থেকে টাকা পাঠানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২২ সালে ১০০ শতাংশ পোস্ট অফিস অর্থাৎ প্রায় দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতায় আনা হবে। এই উদ্যোগ নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম ব্যবহার করা যাবে। টাকাও অনলাইনে ট্রান্সফার করা যাবে। এক ছাদের তলায় পুরো সিস্টেম চলে এলে স্বাভাবিক ভাবে সুবিধা হবে সাধারণ মানুষের। অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, ফলে কৃষক ও বয়স্কদের বেশি সুবিধা হবে।