দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট নিয়ে যখন চিন্তা বাড়ছে সেই সময় স্বস্তি ফেরাচ্ছে দেশের দৈনিক কোভিড গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জন, যা গতকালের থেকে ৩.৪ শতাংশ কম। করোনা মুক্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ১০৯ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২১ হাজার ৬০৩ জন। দেশে কোভিড পজিটিভিটির হার ৯.২৬ শতাংশ।
দেশের সর্বিক করোনা গ্রাফ স্বস্তি ফেরালেও কেরালার করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে দাবি বিশেষজ্ঞ মহলের একাংশের। কেরালাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৮৭ জন। আরও চার রাজ্য – মহারাষ্ট্র, তামিলনাডু, কর্নাটক এবং গুজরাট চিন্তা বাড়াচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে তামিলনাডু ১৬ হাজার ৯৬ জন, মহারাষ্ট্র ১৪ হাজার ৩৭২ জন এবং কর্নাটক ১৪ হাজার ৩৬৬ জন, গুজরাট ৮ হাজার ৩৩৮ জন।