দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গোটা বিশ্ব জুড়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে করোনা। ডেল্টার পর এখন নতুন করে উদ্বেগ বাড়ছে ওমিক্রন নিয়ে। নানা দেশে লকডাউন, মাস্ক, সামাজিক দূরত্ব বিধি- কবে সব কিছু থেকে পাওয়া যাবে মুক্তি ? কবে শেষ হবে করোনা মহামারী? এখনও এই প্রশ্নগুলির সঠিক উত্তর পাওয়া যায়নি। দ্য কাউন্সিল অফ সায়েন্টেফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-র বক্তব্য অনুযায়ী, করোনাকে বোঝার জন্য, তার পরিবর্তিত রূপ সম্বন্ধে ধারনা পাওয়ার জন্য গবেষণা চলছে নিরন্তর। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন CSIR-র ডিরেক্টর অনুরাগ আগরওয়াল।
সম্প্রতি অনুরাগ আগরওয়াল জানিয়েছেন, মেট্রো সিটি গুলিতে করোনা সংক্রমণ কিছুটা কমছে। যার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই। কিন্তু, অন্যান্য শহর যেমন লখনউ, পাটনা, সুরাটে কোভিড বাড়ছে। করোনা সংক্রমণ একেবারে কমে যাওয়ার আগে কোভিড গ্রাফে সাময়িক বৃদ্ধি হতে পারে। তিনি আরও বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশে স্কুল খোলার পক্ষেও সম্মতি দেন তিনি। তাঁর কথায়, ” স্কুল খোলার বিষয়ে আমাদের অনেক সতর্ক বিধি মেনে চলতে হবে। স্কুল বন্ধ রাখার কোনও যুক্তি নেই, বিশেষ করে বড় শহর গুলিতে।”
ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে কবে করোনাভাইরাসের মিউটেশন বন্ধ হবে ? অনুরাগ আগরওয়াল বলেন, “করোনা পাকাপাকিভাবে চলে যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাসের ভয়াবহতা কমে যাবে।” তিনি জানান, যদি ভাইরাসের রূপ হঠাৎ করে বদলায় তাহলে তা চিন্তার কারণ হতে পারে। তবে সেই সম্ভাবনা এখন খুব একটা বেশি নেই বলেই জানাচ্ছেন তিনি।
উল্লেখ্য, রাজ্যে ৩ ফেব্রুয়ারি খুলছে স্কুল। নবান্নে স্কুল খোলার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বেশ কিছু ক্ষেত্রে কোভিড বিধিনিষেধে শিথিলতা আনা হয়েছে।” তিনি আরও বলেন, ”এখন রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।