দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। তবে স্বস্তি, দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ২ লাখের নীচে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪৩৩ জন, যা গতকালের থেকে ৬.৮ শতাংশ বেশি। একদিনে করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ১০০৮ জনের।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরালাতেই কোভিডে মৃত্যু রেকর্ড হয়েছে ৫০০ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৯২১। দেশে কোভিড পজিটিভিটির হার ১০.৯৯ শতাংশ। উল্লেখ্য, কেরালার করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো সিটি গুলিতে করোনার বাড়বাড়ন্ত কমলেও দেশের কিছু শহরে করোনা বাড়ছে।