দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আবার নিম্নমুখী দেশের করোনা সংক্রমন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবারের তুলনায় ১৩ শতাংশ কমেছে সংক্রমণ। কোভিড আক্রান্তর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭২। এই সংখ্যাটাই ভয় ধরাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। দৈনিক পজিটিভিটির হার ৯.২৭ শতাংশ। টিকাকরণের হয়েছে ১৬৮.৪৭ কোটি মানুষের।