দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের জেরে দেশে আছড়ে পড়েছিল তৃতীয় ঢেউ। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী। স্বাভাবিকভাবেই দেশে কমছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৫২ জন, যা গতকালের থেকে ১৪.৪ শতাংশ কম। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯। এর মধ্যে কেরালায় একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯৫ জনের। দেশের সার্বিক কোভিড মৃত্যু চিন্তা বাড়াচ্ছে।
উল্লেখ্য, দেশের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখছে কেরালা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৮৪ জন। আরও চার রাজ্য মধ্যপ্রদেশ, কর্নাটক, তামিলনাডু, মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা যথাক্রমে মধ্যপ্রদেশ ৬ হাজার ৫১৬, মহারাষ্ট্র ১৩ হাজার ৮৪০, কর্নাটকে ১৪ হাজার ৯৫০, তামিলনাডু ৯ হাজার ৯১৬।