দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশে দাপট দেখাচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। এর জেরে বাংলা তথা দেশের করোনা গ্রাফ ফের বেড়েছিল। বর্তমানে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ? কবে পশ্চিমবঙ্গ তথা দেশে শেষ হবে করোনার তৃতীয় ঢেউ ? এই প্রশ্নের জবাব দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-র অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পাণ্ডা।
তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্রে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে করোনার তৃতীয় ঢেউ স্তিমিত হবে। তাঁর কথায়, “এই মাসের শেষেই সংশ্লিষ্ট রাজ্য গুলিতে করোনা সংক্রমণ আরও কমবে। দেশের সার্বিক কোভিড গ্রাফ কমার সম্ভাবনা রয়েছে মার্চ মাসে।” মহামারী বিশেষজ্ঞ ডা: চন্দ্রকান্ত লাহারিয়া সম্প্রতি জানিয়েছেন, আর তিন থেকে চার সপ্তাহের মধ্যে শেষ হবে দেশে করোনার তৃতীয় ঢেউ। মোট আক্রান্তের ৯০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। ডেল্টায় আক্রান্তের সংখ্যা ১০ শতাংশ।
সম্প্রতি দেশের করোনা গ্রাফ নিয়ে ম্যাথেমেটিক্যাল মডেল তৈরি করে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ICMR। মডেলে বলা হয়, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এন্ডেমিক পর্যায়ে পা রাখতে চলেছে ভারত। সমীরণ পাণ্ডা বলেন, “যদি করোনার নতুন কোনও ভ্যারিয়্যান্ট না সামনে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। অতিমারি থেকে ধীরে ধীরে এন্ডেমিক পর্যায়ে আমরা প্রবেশ করতে চলেছি। তিনি আরও জানান, যে সব জেলায় ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা জানুয়ারি মাসের শুরুর দিকে বাড়ছিল সেখানে সংক্রমণ কমছে। করোনার বাড়বাড়ন্ত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কমতে শুরু করবে।