দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সুস্থ হয়ে উঠছে দেশ। ফের কমল করোনায় আক্রান্তের সংখ্যা। দেশে ৭০ হাজারের নীচে নামল সংক্রমণের গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৮০ হাজার ৪৫৬ জন। কমেছে পজিটিভিটি রেটও। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ৫.০২ শতাংশ। বেড়েছে দেশে মৃত্যুর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৮৮ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লাখ ৯৪ হাজার ৮৯১ জন।