দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মুকেশ আম্বানিকে টপকে শীর্ষে গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে তাঁর স্থান আপাতত শীর্ষে। অতিমারির সময় ভারতের বিপুল অংশের ব্যবসা থেকে শুরু করে জীবিকা-কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হলেও পাল্লা দিয়ে সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা চলেছিল ভারতের শ্রেষ্ঠ দুই ধনকুবেরের মধ্যে।
মাঝে এরকম জল্পনাও শোনা গিয়েছিল , আম্বানিকে টপকে নাকি শীর্ষে পৌঁছে গিয়েছেন গৌতম আদানি। সেই বিষয়ে নিশ্চিত কোনও তথ্য তখন পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সন্দেহের বিশেষ অবকাশ নেই। আদানির এই বিপুল সাফল্যের কারণ কী? অনেকেই বলছেন, শেয়ার বাজার। সাম্প্রতিককালে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের দামে খানিক পতন এসেছিল। কিন্তু বৃদ্ধি পায় আদানি গ্রুপের শেয়ারের মূল্য। তার জেরেই ধন সম্পদ অনেকটা বৃদ্ধি পায় গৌতম আদানির।
শুধু শেয়ার বাজারই নয়, আদানির ব্যবসায়িক সাফল্য দেখতে পাওয়া গিয়েছে। বিশেষত এনার্জি সেক্টর। ভারতের দুই শিল্পপতি দেশ এবং বিদেশে নানা পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছেন। বিগত বছরে গৌতম আদানির সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বৈঠকও হয়েছিল। সেই বৈঠক অনুযায়ী হয়ত আদানি খুব শীঘ্র বিনিয়োগ করতে পারেন ব্রিটেনে।
এছাড়া পুর্ননবীকরণযোগ্য এনার্জি, বিমানবন্দর, ডেটা সেন্টার প্রভৃতি ব্যবসায়েও আদানির সাফল্যের পরিমাণ বেশ বৃদ্ধি পেয়েছে। ফলে নিজের প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে দিয়েছেন এই ধনকুবের।