দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
তৃতীয় ঢেউ থেকে দ্রুত মুক্তির পথে দেশ। গত সপ্তাহেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের নীচে নেমেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। কমেছে দৈনিক পজিটিভিটি রেটও। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ৪.৪ শতাংশ। সুস্থতার হারও বেড়েছে। একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮২ জন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তবে, দৈনিক মৃতের সংখ্যা এখনও চিন্তায় ফেলছে চিকিৎসকদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৪১। যা বেশ কিছুটা উদ্বেগজনক।