দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভারতীয় জাতীয়তাবাদ ও হিন্দুত্বকে সমর্থক বলে দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার হায়দরাবাদে সন্ত রামানুজের জন্মবার্ষিকী অনুষ্ঠানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন আরএসএস প্রধান ভাগবত। বলেন, হিন্দুদের ভাল মানেই সমগ্র রাষ্ট্রের ভাল।
এই দিন সঙ্ঘ প্রমূখ মোহন ভাগবত দাবি করেন, গত এক হাজার বছর ধরে যারা হিন্দুদের ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু আজকে তারাই গোটা পৃথিবীতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর পরে ভাগবত বলেন, “হিন্দু হিত মানে রাষ্ট্রীয় হিত। এই ভাবনাকে অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের। ভাবনার মাধ্যমে আমরা একটি শক্তিশালী এবং যোগ্য দেশ হয়ে উঠতে পারব। তিনি আরও বলেন , যাবতীয় দুর্বলতাকেও ঝেরে ফেলা সম্ভব হবে।
বুধবার সন্ত রামানুজের স্মরণ অনুষ্ঠানে RSS প্রধান বলেন, বহু আক্রমণ, হামলার পরেও দেশে ৮০ শতাংশ মানুষ হিন্দু। অধিকাংশ রাজনৈতিক দল যাঁরা চালাচ্ছেন, তাঁরাও হিন্দু। বুধবার তিনি আরও বলেন, “ওরা আমাদের মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তা ঘটেনি। আজও ভারতে সনাতন ধর্মীয় জীবন যাপন করেন বহু মানুষ। বহু নৃশংসতার পরে আমাদের মাতৃভূমি আমাদের সঙ্গেই আছে। তাহলে ভয় পাব কেন ? আমাদের পবিত্র ধর্মীয় জীবনকে বিস্মৃত হয়েছি বলে দুর্বল হয়ে পড়েছি।”
ফরাসি বিপ্লবের প্রসঙ্গ টানেন আরএসএস প্রধান। বলেন, “গোটা বিশ্ব ফরাসি বিপ্লবের পর মানুষের সাম্য নিয়ে কথা বলছে। ভারত মানুষের এই অধিকারের কথা বলা আসছে হাজার হাজার বছর ধরে।