দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গোটা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অতিমারি করোনা। ওমিক্রন ভ্যারিয়্যান্টের জেরে একাধিক দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে সব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার পথে হেঁটেছে একাধিক দেশ। ভারতেও করোনা যোদ্ধা তথা প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ‘সতর্কতামূলক কোভিড ভ্যাকসিন ডোজ’ বা বুস্টার ডোজ। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে দেশের আম জনতাও কি বুস্টার ডোজ পাবে ? আদৌ কি সকলের তৃতীয় ভ্যাকসিন ডোজ বা বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে ? এবার এই প্রশ্নের জবাব দিল কেন্দ্র।
এই প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, দেশের সমস্ত প্রাপ্ত বয়স্কদের কোভিড টিকা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত বৈজ্ঞানিক তথ্যের প্রয়োজন রয়েছে। অন্যদিকে নীতি আয়োগের বিশেষজ্ঞ ডা: ভিকে পাল এই প্রসঙ্গে জানিয়েছেন, গোটা দুনিয়া করোনা পরিস্থিতির কীভাবে মোকাবিলা করছে, সেই দিকে নজর রেখে চলছে কেন্দ্র। অন্যান্য দেশ গুলিতে কীভাবে টিকা দেওয়া হচ্ছে, সেই বিষয়ের উপরেও চালানো হচ্ছে পর্যবেক্ষণ।
তিনি আরও বলেন, “টিকা সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ধাপে ধাপে এগিয়েছে কেন্দ্র সরকার। তৃতীয় কোভিড ডোজ দেওয়ার ক্ষেত্রেও নজরদারি করা হচ্ছে। বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে তৃতীয় ডোজ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য কোনও দেশ এই পদক্ষেপ করছে বলে আমরাও একই পথে হাঁটব, তা সম্ভব নয়। নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, আমরাও বিষয়টি নিয়ে নিজের মতো করে ভাবনা চিন্তা করছি।” সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত প্রাপ্ত বয়স্কদের শীঘ্র টিকা নেওয়ার জন্য আবেদন করা হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের জেরে দেশে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। কিন্তু, এই মুহূর্তে করোনার তৃতীয় তরঙ্গ অনেকটাই স্তিমিত। কমছে দৈনিক সংক্রমণও। চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট। বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের বংশধর। এই স্ট্রেন অনেক বেশি সংক্রামক বলে সচেতন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।