দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার তৃতীয় ঢেউ স্তিমিত! আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। অর্থাৎ উল্লেখযোগ্যভাবে কমেছে কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমণ কমলেও কোভিড মৃত্যু নিয়ে চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরালাতেই করোনা প্রাণ কেড়েছে ১৮৮ জনের। এছাড়াও অডিটের জন্য কেরালায় কোভিড মৃত্যুর গ্রাফে যোগ হয়েছে অতিরিক্ত ১৫৩ সংখ্যা। করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪০৭ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৮০২ জন। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ১৭৭ জনের। দেশে বর্তমানে করোনা পজিটিভিটির হার ৩.৮৯ শতাংশ।