দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নতুন পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এমন একটি ট্রেন তৈরি করার কথা ভাবা হয়েছে, যেটিতে সাধারণ মানুষ যাতায়াত করবেন আবার পণ্য পরিবহনও হবে। অর্থাৎ ট্রেনটি একই সঙ্গে দু’টি কাজ করবে। আপাতত যা পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে ট্রেনটি হবে ডবল ডেকার। যা খুবই আকর্ষনীয়।
দেশে ডবল ডেকার কয়েকটি ট্রেন চললেও, তা সংখ্যায় অনেক কম। এই ট্রেনের নতুনত্ব হল, এটিতে যাত্রীরাও যেতে পারবেন আবার পণ্যও বহন করা হবে। প্রাথমিকভাবে দুটি ট্রেন তৈরি করে চালানোর কথা ভাবা হয়েছে। বিশেষ সূত্রে খবর, এই ট্রেনে ২০টি কোচ থাকবে। এই ধরনের ট্রেন তৈরিতে ১৬০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে বলে জানা গিয়েছে।
আপাতত যা পরিকল্পনা রয়েছে, এই ট্রেনের রুট পূর্বনির্ধারিত থাকবে এবং এই ট্রেনটি পূর্ব নির্ধারিত গন্তব্য এবং প্রারম্ভিক স্টেশনের মধ্যে চলবে। ট্রেনটি নানা ধরনের পণ্য বহন করবে। পাশাপাশি যাত্রীরাও যাতায়াত করবে। আপাতত পরিকল্পনা রয়েছে, ডবল ডেকার ট্রেনের উপরে সিট নেবেন যাত্রীরা ও নীচের কামরা গুলিতে যাবে পণ্য।
কী ভাবে হবে ডবল ডেকার ট্রেন ?
সূত্রের দাবি, উপরে যাত্রীদের জন্য বসার জায়গা থাকবে। আপাতত ৭২ জন যাত্রীর বসার জায়গার পরিকল্পনা করা হয়েছে। ট্রেনটি যাতে কমপক্ষে ৪-৫ টন ওজন বহন করতে পারে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। এমন ট্রেনের ধারণা এখনও ভূ-ভারতে নেই। ফলে নয়া সূচনা হতে চলেছে ভারতীয় রেলের জন্য। পাশাপাশি পরীক্ষা সফল হলে এমন আরও ট্রেন বানানোর দিকেও রেল ঝুঁকতে পারে বলে মনে করছেন অনেকে।
বর্তমানে রেলের বিরুদ্ধে থাকা একটি সাধারণ অভিযোগ হল, পার্সেল দেরি করে পৌঁছনো। মনে করা হচ্ছে, নতুন ব্যবস্থায় পার্সেল সরবরাহে অত্যন্ত সুবিধা পাওয়া যাবে। কোভিডের সময় মালবাহী ট্রেন গুলি থেকে লাভের পরিমাণ বেড়েছে রেলের। ফলে গতিকে হাতছাড়া করতে চাইছে না রেল। আর তাই পার্সেলের উপরেও ফোকাস করা হচ্ছে।