দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মাস্ক থেকে মুক্তির কথা ভাবছে মহারাষ্ট্র সরকার ? রাজ্যের সরকার ইতিমধ্যে কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা বলেছে। বিষয়টি নিশ্চিত করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। দেশে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর ওই রাজ্যের পজিটিভিটি রেট ২৫ শতাংশ ছুঁয়েছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী, মাত্র ৫৬ দিনের মধ্যে তা এক শতাংশে নেমে এসেছে। ফলত মাস্ক পরার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ভাবছিল উদ্ধব ঠাকরে সরকার। অন্য দিকে ওই রাজ্যে উপ মুখ্যমন্ত্রী রাজ্যকে ‘মাস্ক ফ্রি’ করে দেওয়ার বিষয়টি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়নি। তিনি জানিয়েছেন, মহামারী শেষ হওয়া অবধি সকলেরই মাস্ক পরা উচিত স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করায় বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। বিশেষজ্ঞ মহলেরও দাবি, মাস্ক পরার নিয়ম তুলে দেওয়া উচিত নয়।
বিশিষ্ট চিকিৎসক ডা. অরিন্দম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখনই মাস্ক পরার নিয়ম তুলে দেওয়া উচিত হবে না। কারণ, এখনও পর্যন্ত কোভিড সাধারণ ভাইরাসে পরিণত হয়নি। যদি ৭০-৭৫ শতাংশ মানুষ ডবল ডোজ নেয়, তাহলে কিছুটা সুরক্ষিত হব। তবে এখন মাস্ক পরার নিয়ম তুলে দেওয়া উচিত নয়।”
সঠিক ভাবে মাস্ক পরলে যে বিপন্মুক্ত থাকা যায়, তা প্রমাণিত। মাস্ক পরলে শুধু কোভিড থেকে সুরক্ষা মেলে তা নয়। অন্য ব্যাকটেরিয়াল রোগ এবং অ্যালার্জিও প্রতিরোধ করা যায়।”