দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
‘কয়ামত’ পর্যন্ত বিরোধীদের ‘গজওয়া-ই-হিন্দ’–র স্বপ্ন পূরণ হবে না। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আবহে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘‘ভারত চলবে সংবিধান দিয়ে, শরিয়ত আইন দিয়ে নয়।’’
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন যোগী। সেখানে তিনি বলেন, ‘‘এই ভারত নয়া ভারত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীর পরিচালিত ভারত। নতুন ভারতে উন্নয়নই লক্ষ্য। এখানে কোনও রকম স্বজনপোষণের জায়গা নেই।’’ বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের লক্ষ্য সবার উন্নয়ন, সবার বিশ্বাস অর্জন করা। নয়া ভারত চলবে সংবিধান দিয়ে, শরিয়ত দিয়ে নয়।’’
আবার নিজের টুইটার হ্যান্ডল থেকেও পোস্ট করেছেন যোগী আদিত্যনাথ। সাক্ষাৎকারে আবার কর্নাটক রাজ্যে চলা হিজাব-বিতর্ক নিয়েও মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্কুল কলেজে একই পোশাক সবার পরা উচিত। গেরুয়া চাদর ব্যবহারেও কাউকে জোরাজুরি করা উচিত নয়। করাও হয় না। যোগী বলেন,‘‘যখন কেউ প্রতিষ্ঠান নিয়ে কথা বলবেন, সেই প্রতিষ্ঠানের প্রতিটি নীতিও তাঁর মেনে চলা উচিত।