দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশবাসীর জন্য বিরাট স্বস্তি ! আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। একই সময়ে দেশে করোনামুক্ত হয়েছেন ৮২ হাজার ৮১৭ জন। এদিকে সংক্রমণ কমলেও অস্বস্তি বাড়াচ্ছে কোভিড মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩৪৭ জনের।
বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ১২৭ জন। বর্তমানে দেশে কোভিড পজিটিভিটির হার ২.২৩ শতাংশ। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৪৫৮ জন। দেশে এখনও পর্যন্ত ১৭৩ কোটি ৪১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।