দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহেই শুরু হতে চলেছে CISCE বোর্ডের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বোর্ডের তরফে। বোর্ডের স্কুল গুলির প্রিন্সিপ্যালদের লেখা চিঠিতে বোর্ডের চিফ এগজিকিউটিভ ও সেক্রেটারি গেরি অ্যারাথুন জানিয়েছেন খুব শীঘ্রই পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হবে বোর্ডের তরফে।
পরীক্ষার সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত ICSE ও ISC-র প্রি-বোর্ডের পরীক্ষা নিতে বারণ করা হয়েছে স্কুল গুলিকে। পুরো সিলেবাস শেষ করার পর, আগামী মার্চ-এপ্রিল মাসে পরীক্ষা নিতে বলা হয়েছে স্কুল গুলিকে। বোর্ডের তরফে জানানো হয়েছে , এর ফলে পরীক্ষার সিলেবাস শেষ করার জন্য বেশ কিছু সময় হাতে পাবে স্কুল গুলি।
সকল পরীক্ষার্থী দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষায় কবে হবে, সেই অপেক্ষায় রয়েছে। তারা বোর্ডের সরকারি ওয়েবসাইট cisce.org-তে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন।