দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার বিরুদ্ধে লড়াই জোরাল করতে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Corbevax টিকা ব্যবহারের সুপারিশ করেছে DCGI-র সাবজেক্ট এক্সপার্ট কমিটি। বায়োলজিকাল-ই-র এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি DCGI। সামনে আসছে উল্লেখযোগ্য তথ্য। দেশে ১২ থেকে ১৫ বছর বসয়ীদের টিকাকরণ খুব শীঘ্রই শুরু হতে পারে, জানা যাচ্ছে এমনটাই।
এই টিকাকরণ কর্মসূচির জন্য Corbevax টিকা ব্যবহার করতে পারে কেন্দ্র। ফেব্রুয়ারি মাসের শেষেই কেন্দ্রের হাতে আসতে পারে ৫ কোটি Corbevax টিকা। উল্লেখ্য, সাবজেক্ট এক্সপার্ট কমিটি এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে DCGI-র কাছে। উল্লেখ্য, নীতি আয়োগের সদস্য ডা: ভি কে পাল জানিয়েছিলেন, কোভিড টিকাকরণে ছোটদের অন্তর্ভুক্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। Corbevax অনুমোদন পেলেই ভারতে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়ে যাবে।