দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশ তোলপাড় হলেও থেমে নেই অর্থনীতির চাকা। নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার হয় বেসরকারিকরণ না হয় বিকেন্দ্রিকরণের টার্গেট নিয়েছে অর্থমন্ত্রক। সেই লক্ষ্যে নতুন আর্থিক বছরের শুরুতেই লগ্নি ক্ষেত্রে আসছে একাধিক বড় সংস্থার আইপিও। অধিকাংশ লগ্নিকারীর নজর একটি সংস্থার দিকে। সেটি হল দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি।
সূত্রের খবর, আগামী ১১ মার্চ বাজারে আসতে পারে দেশের সর্ববৃহৎ বিমা সংস্থার আইপিও। তবে বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের আইপিও খোলা হবে। জানা গিয়েছে, দু’দিন বাদে অর্থাৎ ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন।
প্রাথমিকভাবে খবর, এলআইসি আইপিও-র প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে।