দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
জলবায়ু পরিবর্তনের জেরে উত্তাল হতে পারে ভারতের উপকূল। একের পর এক বিধ্বংসী ঝড় আছড়ে পড়তে পারে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায়, সম্প্রতি ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামক জার্নালে এই ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিলেন IIT খড়গপুরের গবেষকরা। বিপদের ইঙ্গিত দিলেন ভূতত্ত্ববিদ সুজীব কর। আমপানের থেকেও শক্তিশালী ও ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে বাংলার দিকে। চলতি বছরের মার্চ, এপ্রিল এবং মে এই তিন মাস একাধিক সাইক্লোন তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উপর, দাবি করেছেন তিনি। পাশাপাশি অত্যন্ত গরম পড়তে চলেছে, আভাস দিয়েছেন এই বিশেষজ্ঞ। তাঁর কথায়, “ ১৫ মার্চ থেকে ১৫ মে এই সময়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলা গুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।”