দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভারতে আরও একটি নতুন করোনা টিকা জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেল। ১২ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের জন্য এই টিকা প্রয়োগ করা যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট বার্তায় জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, “সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে কোর্বেভ্যাক্স টিকাকে ১২-১৮ বছর বয়সীদের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োগ করার জন্য ছাড়পত্র দিয়েছে। পরবর্তীকালে করোনা যুদ্ধকে আরও দৃঢ় করবে।” ২৮ দিনের ব্যবধানে কোর্বেভ্যাক্সর দুটি ডোজ নেওয়া যাবে।
ওমিক্রনের চোখ রাঙানির মধ্যে জানুয়ারিতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়া শুরু হয়েছিল ভারতে। জানুয়ারির ৩ তারিখ থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। এখনও ১২-১৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়নি। তবে মার্চের শুরুতে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি ১০০ শতাংশ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর ১২-১৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। ১৫-১৮ বছরের ছেলেমেয়েদের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া হচ্ছিল।