দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওমিক্রনের জেরে ভারতে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। অন্য ভ্যারিয়্যান্টের তুলনায় ওমিক্রন অপেক্ষাকৃত কম ‘ভয়াবহ’, দাবি বিশেষজ্ঞদের। কিন্তু নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে ওমিক্রনকে ‘সাইলেন্ট কিলার’ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি বলেন, “ওমিক্রন ‘সাইলেন্ট কিলার। এই ভ্যারিয়্যান্টের জেরে দীর্ঘ ২৫ দিন ভুগেছি। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি।”
উল্লেখ্য, অ্যাডভোকেট বিকাশ সিং প্রতিদিন আইনজীবীদের স্বশরীরে হাজিরা থাকার পক্ষে সওয়াল করেছিলেন। যুক্তি দিয়ে এই আইনজীবী বলেছিলেন, “এই মুহূর্তে দেশের দৈনিক করোনা সংক্রমণ কমে ১৫ হাজারে নেমেছে। ওমিক্রন অপেক্ষাকৃত মৃদু।” পালটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “ওমিক্রন ‘সাইলেন্ট কিলার। আমি প্রথম ঢেউয়ের সময়ও করোনায় আক্রান্ত হয়েছিলাম। চার দিনে আমি সুস্থ হয়ে উঠেছিলাম। কিন্তু, এই ঢেউয়ে আমি ২৫ দিন ধরে ভুগছি। “
পালটা যুক্তি দিয়ে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন বিকাশ। তিনি আরও বলেন, “ওমিক্রনে আক্রান্ত হলে সাধারণ মানুষ সুস্থ হয়ে উঠছেন।” রামানা বলেন, “বিষয়টির উপর নজর রাখছি।” সোমবার এবং শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে শুনানির কাজ হচ্ছে।