দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শুরু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। আর তার প্রভাব ভারতে পড়তে চলছে তা বলার অপেক্ষা রাখে না। যেমন পড়ুয়াদের সেখানে আটকে থাকার খবর মিলেছে ঠিক তেমনই রাজ্যের ব্যবসা-বাণিজ্যের উপর যুদ্ধের প্রভাব পড়বে তা আশঙ্কা করাই হচ্ছে। জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে চা শিল্পে , আশঙ্কা প্রকাশ বণিক মহল।
সূত্রের খবর, ভারত থেকে বিদেশে যে পরিমাণ চা রফতানি হয়ে থাকে তার প্রায় চল্লিশ শতাংশ যায় রাশিয়া, ইউক্রেন সহ সিআইএস দেশ গুলিতে। সেই কারণে যুদ্ধ পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খেতে পারে চা রফতানি এমনটাই খবর , আশঙ্কার কথা জানালেন কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী।