দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
উত্তর প্রদেশের নির্বাচনের ফলাফলে বিশেষ নজর রয়েছে বিভিন্ন ধর্মীয় স্থান গুলিতে। বিশেষ করে অযোধ্যা , বারাণসী , মথুরার মতো এলাকা গুলিতে। তিনটি এলাকা থেকে মোট ১৮ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে তিন জায়গাতেই। ১৮ টির মধ্যে ১৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথদের জোট সঙ্গী আপনা দল (সোনেলাল)। কেবল তিনটি কেন্দ্রে এগিয়ে সমাজবাদী পার্টি।
উল্লেখ্য, রাম জন্মভূমি আন্দোলনের পর বিশ্ব হিন্দু পরিষদ স্লোগান তুলেছিল যার সারমর্ম ছিল, এখন শুধু অযোধ্যা হয়েছে, এখনও কাশী মথুরা বাকি আছে। হিন্দুত্বের সেই ধ্বজা তুলে ধরার ডাক বিশ্ব হিন্দু পরিষদ দিয়েছিল, তার পর উত্তর প্রদেশের মন্দির নগরী গুলির ভোট কেমন হচ্ছে, তার দিকে নজর ছিল প্রত্যেকের।
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বারাণসীতেও গিয়েছিলেন তিনি। অখিলেশ যাদবদের জন্য ভোট চেয়েছিলেন। খোদ মোদীর কেন্দ্রে বিজেপি বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে মন্দির নগরী গুলির রায় গেরুয়া শিবিরের দিকেই যাচ্ছে।