দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় আসছে। দিন কয়েকের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি। মৌসম ভবনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরেই এই ঘূর্ণিঝড় ধেয়ে আসবে বলে জানানো হয়েছে। আবহাওয়া সেই নিম্নচাপ সাইক্লোনে পরিনত হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে ধেয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী ২০ মার্চ, রবিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল ঘেঁষে সেই ঝড় এগিয়ে যাবে। তার জেরে আগামী দু দিন ধরে ব্যাপক বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।
আন্দামান নিকোবর উপকূল ধরে এগিয়ে গিয়ে সোজা বাংলাদেশ-মায়ানমার উপকূলের কাছে পৌঁছে যাবে সেই সাইক্লোন। বছরের প্রথম এই সাইক্লোনের নামকরণ করা হয়েছে অশনি। শ্রীলঙ্কা এই নামকরণ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের কারণে প্রবল বৃষ্টি নামবে। আন্দামান নিকোবরে বন্যা পরিস্থিতি তৈরির হতে পারে সেই বৃষ্টির জেরে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সব রকমের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।