দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে চলমান যেকোনো বাদ-বিবাদ নিয়েই মুখ খুলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শুভ্রমনিয়ান স্বামী। সে সম্প্রতিক কোভিড আবহে পরীক্ষাই হোক বা লাদাখে চিনা আগ্রাসন বা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্ত। তাঁর মন্তব্য মানেই একটা বিতর্কিত বিষয়ের উত্থান। এমনকি তিনি নিজের দলের বিরুদ্ধে কথা বলতেও পিছপা হন না। তবে, এবার তাঁর একটি টুইট রীতিমতো নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
বিরোধীরা বিজেপির যে আইটি সেলের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই অভিযোগ আনেন, এবার সেই আইটি সেলের বিরুদ্ধেসরব হলেন স্বয়ং স্বামী! আজ একটি টুইটে দলের আইটি সেলের বিরুদ্ধে এবার রীতিমতো ফুঁসে উঠলেন শুভ্রমনিয়ান স্বামী। প্রবীণ ও প্রাজ্ঞ এই নেতৃত্বের অভিযোগ, অমিত মালব্য তাঁর প্রতি বিরুদ্ধাচারণের উদ্যোগ নিয়েছে। কে এই মালব্য? তিনি বিজেপির আইটি সেলের প্রধান। স্বামীর অভিযোগ, ফেক আইডি ব্যবহার করে অশালীন ও বাজে বাজে মন্তব্য দিয়ে তাঁর বিরুদ্ধে টুইট করছে বিজেপির আইটি সেল।
এর পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, বিজেপির আইটি সেল লাগামহীন নোংরামি করছে। বিজেপির আইটি সেলকে দুর্বৃত্তের আখড়া বলে আখ্যায়িত করেন তিনি। স্বামীর করা টুইট থেকে জানা যাচ্ছে, তিনি বিজেপির আইটি সেলকে দুর্বৃত্তদের আখড়া বলেছেন। যেখান থেকে কিছু সদস্য ভুয়ো ট্যুইট করে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। এর উল্টোদিকে দাঁড়িয়ে তিনিও হুমকি দিয়েছেন যে এই মূহুর্তে যদি তাঁর অনুগামীরা পালটা ব্যক্তিগত স্তরে আক্রমণ করা শুরু করে, তাহলে সেই ঘটনার দায়ভার তিনি গ্রহণ করবেন না। যেমন দলের দুর্বৃত্তদের কে আইটি সেলে ব্যবহার করেও দায় এড়িয়ে যায় বিজেপি।’
স্বাভাবিক ভাবেই স্বামীর এই টুইট বিজেপি শিবিরে শোরোগোল ফেলে। কিছুক্ষণের মধ্যেই এক বিজেপি সমর্থক স্বামীকে এই ধরনের টুইট করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। কিন্তু তাতে আরও বিপরীত প্রত্তুতর মেলে। ক্ষুব্ধ হয়ে স্বামী লেখেন, ‘আমি উপেক্ষা করছি, কিন্তু বিজেপির উচিৎ আইটি সেলের দুর্বৃত্তদের বরখাস্ত করা। এক মালব্য বেলাগাম নোংরামি চালাচ্ছে। আমাদের দল মর্যাদা পুরুষোত্তমের, রাবণ বা দুঃশাসনের নয়।’ শুধু অবশ্য টুইট করেই ক্ষান্ত হন নি তিনি, সেই সাথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।