দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বেশ কিছুটা স্বস্তি পেতে পারেন আমজনতা। দাম কমল সরষের তেলের। দেশের বাজারে গরমের জেরে চাহিদা কম থাকায় দাম কমেছে সরষের তেলের। সূত্রের দাবি, শুক্রবার শিকাগো এক্সচেঞ্জের 3 শতাংশ বৃদ্ধি সয়াবিন তেলের দামে ইতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে, গরমের কারণে সরষের তেলের দাম কমলেও পুরনো দাম বজায় রয়েছে চিনা বাদামের তেলের।
সূত্রের দাবি, শিকাগো এক্সচেঞ্জের বৃদ্ধির প্রভাব সোমবার পড়তে চলেছে মালয়েশিয়া এক্সচেঞ্জেও। আমদানি করা তেলের তুলনায় দেশে উৎপাদিত তেলের মূল্য 10-12 টাকা কম হয়। খুব স্বাভাবিক ভাবেই, পাইকারি বাজারে দাম কমলে তার প্রভাব খুচরো বাজারেও পড়বে, যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে।
উল্লেখ্য, রান্নার তেলের বর্তমানে ব্যাপক দাম রয়েছে দেশ জুড়ে। লিটার প্রতি সরষের তেলের দাম রয়েছে প্রায় 200 টাকা। এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমেই বেড়ে চলেছে। এমতাবস্থায় রান্নার তেলের দাম কমলে নিঃসন্দেহে কিছুটা স্বস্তি ফিরবে সাধারণ মানুষের।