দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বদলে গেল ব্যাঙ্কের সময়সীমা। এবার থেকে ব্যাঙ্কের কাজ সারার জন্য আরও অতিরিক্ত কিছু সময় পাওয়া যাবে। আজ থেকেই নতুন সময়ে খুলছে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন সময়সীমা কার্যকর করা হয়েছে। বিগত চারদিন ধরে ব্যাঙ্ক বন্ধ থাকার পর, আজ থেকে আবার ব্যাংক খুলেছে। আজ থেকেই নতুন সময়সীমা অনুসরণ করে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম পরিচালন হবে। এবার থেকে সকাল ৯টা থেকে খুলবে ব্যাঙ্ক। তবে বন্ধ হওয়ার সময়ে বিশেষ কোনও পরিবর্তন করা হয়নি।
করোনা আবহে সংক্রমণ রুখতে ও কর্মচারীদের সুরক্ষার কথা ভেবেই ব্যাঙ্কের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে দেশে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ফের ব্যাঙ্কের কাজের সময়ে পরিবর্তন করা হল। ব্যাঙ্কের নতুন সময়সীমা কার্যকর হবে। একইসঙ্গে শেয়ার বাজারের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে।করোনা পূর্বসময়ে শেয়ার বাজার যেভাবে পরিচালিত হত, সেভাবে আজ থেকে বাজার খুলবে। বর্তমানে শেয়ার বাজার খোলে সকাল ১০টায়।
RBI-র তরফে বলা হয়েছে, “সাধারণ মানুষের গতিবিধির উপর বিধিনিষেধ শিথিল করায় এবং অফিসের কাজও পুনরায় শুরু হওয়ায়, শেয়ার বাজার খোলার সময় সকাল ৯টায় করে দেওয়া হয়েছে”।