দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অসমের মুসলিম সম্প্রদায়ের চিহ্নিত করে আলাদা পরিচয়পত্র দেওয়ার প্রস্তাব অসম সরকারের তৈরি কমিটির। ওই কমিটি প্রস্তাব দিয়েছে ‘Assamese Muslims’-দের দেওয়া হোক একটি স্বতন্ত্র জাতির স্বীকৃতি। তাঁদেরকে আদিবাসী গোষ্ঠী বলে চিহ্নিত করার প্রস্তাব দেওয়াও হয়েছে।
এর পরই অসমে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। AIUDF বিধায়ক আমিনুল ইসলামের অভিযোগ, যে প্রস্তাব দেওয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, “ওই প্যানেল যে প্রস্তাব দিয়েছে তাতে অনেক অস্পষ্টতা আছে।
গত বছর, অসমের সরকার সেই রাজ্যের মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনায় বসে। আগামী পাঁচ বছরে সেই রাজ্যের মুসলিমদের উন্নতি কী করে করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। সেইসময়েই আটটি সাব-কমিটি করা হয়। ওই কমিটি তাঁদের প্রস্তাব জমা দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma-র কাছে। তারা জানিয়েছে, সেই রাজ্যের মুসলিমদের ‘আদিবাসী’ তকমা দিতে রাজি হয়েছে অসম সরকার।