দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বেশ কয়েকদিন ধরেই আবারও ভারতে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। দেশের মধ্যে দিল্লি, মহারাষ্ট্রে নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে চতুর্থ ঢেউ ঘিরে আশঙ্কার মেঘ দেখছেন অনেকেই। দেশে কি আছড়ে পড়বে চতুর্থ ঢেউ ? মুখ খুললেন ডা. লাল পাথল্যাবসের ম্যানেজিং ডিরেক্টর ডা. অরবিন্দ লাল।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে ডা. অরবিন্দ লাল জানিয়েছেন, দেশে যে হারে নতুন করে সংক্রমণ বাড়ছে, তাতে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা বাড়ছে। তবে আশ্বস্ত করে তিনি বলেছেন, করোনার বাকি ঢেউগুলির মতো চতুর্থ তরঙ্গে ভয়াবহতা তেমন হবে না। IIT কানপুরের গবেষকরা দাবি করেছিলেন, চলতি বছরের জুন মাসের ২২ তারিখ থেকেই দেশে করোনার নতুন ঢেউ শুরু হতে পারে। এই ঢেউয়ের ভয়াবহতা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। IIT কানপুরের বিশেষজ্ঞরা আরও দাবি করেছিলেন, চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে সংক্রমণ শিখর ছুঁতে পারে ১৫ থেকে ৩১ অগাস্টের মধ্যে। এরপরে নিম্নমুখী হবে কোভিড গ্রাফ।
যদিও চেন্নাই ইনস্টিটিউটট অফ ম্যাথেমেটিক্যাল সায়েন্স এর অধ্যাপক সীতাভ্র সিংহ বলেন, ” ভবিষ্যতে করোনার নতুন ঢেউ আসবে কিনা তা এখন থেকেই বলা সম্ভব নয়।” অন্যদিকে, Ashoka University-র অধ্যাপক গৌতম মেনন দাবি করেছেন, কানপুর IIT-র এই গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া অপ্রয়োজনীয়। বিভিন্ন ভ্যারিয়্যান্টের উৎপত্তি হলেই করোনা মহামারী শুরু হয়।