দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশে নতুন করে করোনার চোখরাঙানিতে উদ্বেগ বাড়ছে। দিল্লি, মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি ঘিরে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। কোভিডের চতুর্থ তরঙ্গ ভারতে আছড়ে পড়বে কি না সেটা নিয়ে নানা ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। কেউ বলেছেন, দেশে চতুর্থ ঢেউ আসবে, আবার কারও মতে চতুর্থ ঢেউয়ের প্রভাব পড়বে না। কার্যত স্বস্তির বাণী শোনালেন IIT কানপুরের অধ্যাপক মণীন্দর আগরওয়াল। সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে , ভারতে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই।
IIT কানপুরের অধ্যাপদ বিশদে ব্যাখ্যা দিয়েছেন। ব্যাপকহারে টিকাকরণের ফলে দেশের একটা বড় অংশে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তাছাড়া জিনোম সিকোয়েন্সের সেভাবে উল্লেখযোগ্যভাবে মিউটেশন ঘটেনি। ফলে দেশে নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ। সম্প্রতি দাবি করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।এই প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনায় দৈনিক সংক্রমণ যেভাবে রোজ বাড়ছে, তাতে আরও একবার জুন ও জুলাই মাসে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতে টিকাকরণ কর্মসূচিতে জোর দেওয়া প্রয়োজন।
চতুর্থ ঢেউ প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে ডা. লাল পাথল্যাবসের ম্যানেজিং ডিরেক্টর ডা. অরবিন্দ লাল জানিয়েছেন, দেশে যে হারে নতুন করে সংক্রমণ বাড়ছে, তাতে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা বাড়ছে। তবে আশ্বস্ত করে তিনি বলেছেন, করোনার বাকি ঢেউগুলির মতো চতুর্থ তরঙ্গে ভয়াবহতা তেমন হবে না।